শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে। ২০২৩ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের (স্নাতক বা সমমান অধ্যয়নরত) এ বৃত্তি দেয়া হবে।
এই বৃত্তির আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন
আবেদনপত্রের ফরম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ক্লিক করে সংগ্রহ করা যাবে।
আবেদনের শর্তাবলি
• আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে;
• যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না;
• উপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদনপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
• অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
আবেদনপত্র পাঠাতে হবে যেভোবে: আবেদনপত্র ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।