এইচএসসি ও সমমান : অনুপস্থিত ২৪ হাজার, বহিষ্কার ১২

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এইচএসসির ও সমমান পরীক্ষায় বৃহস্পতিবার সারাদেশে ২৪ হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন মোট ১২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

বৃহস্পতিবার এইচএসসির পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন আলিমের রসায়ন প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, উর্দু প্রথম পত্র ও ফারসি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির ডাটাবেজ ম্যানেজমেন্ট ও একাদশ শ্রেণির ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১ এবং কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষার্থীদের অনুপস্থিতি ও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, এদিন সকালে ও বিকেলে পর্যন্ত নয়টি সাধারণ বোর্ডের অধীনে ১ হাজার ৫১৯টি কেন্দ্রে  এইচএসসির পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ৮ লাখ ৮০ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৬৪ হাজার ৩২৫ জন। অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৩০২ জন।

জানা গেছে, ঢাকা বোর্ডের ৩ হাজার ৯৪৭ জন, রাজশাহী বোর্ডের ২ হাজাত ৯৬ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৪ জন, যশোর বোর্ডের ১ হাজার ৭৮১ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৫৬১ জন, সিলেট বোর্ডের ১ হাজার ৯৩ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৬ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮৫১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৯৩৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। 

এদিন ঢাকা বোর্ডের ৪ জন, কুমিল্লার বোর্ডের ১ জন, যশোর বোর্ডের ১ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন, সিলেট বোর্ডের ৪ জন ও দিনাজপুর বোর্ডের ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। 

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিমের রসায়ন প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, উর্দু প্রথম পত্র ও ফারসি প্রথম পত্র পরীক্ষায় কেউ বহিষ্কৃত হননি। সকাল ১১টা থেকে দুপুরে একটা পর্যন্ত চলা এ পরীক্ষায় সারাদেশের ৪৪৮টি কেন্দ্রে ৯১ হাজার ৩৩২ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নিয়েছেন ৮৫ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৫০৪ জন পরীক্ষার্থী।  

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম-বিএমটির এইচএসসি বিএম-বিএমটির দ্বাদশ শ্রেণির ডাটাবেজ ম্যানেজমেন্ট ও একাদশ শ্রেণির ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১ এবং কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ের পরীক্ষায়ও কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হননি। ৬৭২টি কেন্দ্রে সকাল ও বিকেলে অনুষ্ঠিত এসব পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ৮০ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থীর। পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৮ হাজার ৩০৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৬৭ জন।

আগামী রোববার সকালে এইচএসসির মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারু কারুকলা প্রথম পত্র নাট্য কলা প্রথম পত্র ও বিকেলে পরিসংখ্যান প্রথম পত্র ও ব্যবহারিক শিল্পকাল ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। একই দিনে আলিমের রসায়ন দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, উর্দু দ্বিতীয় পত্র ও ফারসি  দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর রোববর সকালে এইচএসসি বিএম-বিএমটি দ্বাদশ শ্রেণির ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপন ও বিকেলে একাদশ শ্রেণির ই বিজনেস ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ - dainik shiksha ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখ প্রকাশ সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স নিয়ে যা বললেন সারজিস পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা - dainik shiksha পিটিয়ে হত্যার আগে সেই ব্যক্তিকে ভাত খেতে দিয়েছিলেন ঢাবি শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো - dainik shiksha দ্বাদশ শ্রেণির বিষয়-গ্রুপ পরিবর্তনের সময় বাড়লো ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা - dainik shiksha ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব - dainik shiksha সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0052740573883057