এইচএসসি পরীক্ষা শুরু নভেম্বরের প্রথম সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক |

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে। সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি। তবে নভেম্বরের ৩, ৫ অথবা ৯ তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তারপর ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে শিক্ষার্থীদের। এরই মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার খসড়া রুটিন প্রস্তাবনা আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। শিগগিরই এ রুটিন প্রকাশ করা হবে।

এর আগে আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা আয়োজনের কথা থাকলেও বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। এসএসসি পরীক্ষা পেছানোর জেরে এইচএসসি পরীক্ষাও পেছায়। তবে, আগামীতে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ঢালাওভাবে সারাদেশের পুরো পরীক্ষা আর স্থগিত করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।  

রোববার বিকেলে দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের নিয়ে গঠিত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

তিনি বলেন, এইচএসসি পরীক্ষার খসড়া রুটিন প্রস্তাবনা আকারে গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রস্তাব করা রুটিন অনুমোদন হলে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে তা প্রকাশ করা হবে। আশা করি মন্ত্রণালয় শিগগিরই রুটিন অনুমোদন দেবে। 

পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। তবে, মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার আগে শুরুর তারিখ বলা যাচ্ছে না। এখন কিছু তথ্য বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে, কিন্তু অনুমোদনের আগে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা চলার কথা আছে। এরপর ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।

চেয়ারম্যান আরও বলেন, আগস্টের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বন্যার কারণে গত জুনে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পেছানো হয়। এসএসসি পরীক্ষা পেছানোর জেরে এইচএসসিও পিছিয়েছে। তবে, এখন থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো পরীক্ষা স্থগিত করা হবে না। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে কারণে পুরো পরীক্ষা স্থগিত না করে শুধু দুর্যোগে ক্ষতিগ্রস্ত জেলার পরীক্ষা স্থগিত করা হবে। এমনটাই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0028860569000244