চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অর্থাৎ ২০২২-২২ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ৪ জুন থেকে বিতরণ শুরু করছে ঢাকা বোর্ড। আগামী ১৫ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা বোর্ড।
জানা গেছে, ৪ থেকে ৬ জুন পর্যন্ত ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। ৬ থেকে ৮ জুন টাঙ্গাইল নরসিংদী, কিশোরগঞ্জ ও মাদারীপুর জেলার, ৮ থেকে ১২ জুন গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার এবং ১৩ থেকে ১৫ জুন ঢাকা মহানগরীর পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হবে। বোর্ডের কলেজ শাখা থেকে এসব পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।
রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহে প্রতিষ্ঠানগুলোকে বোর্ড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদন পত্রসহ বোর্ডের কলেজ শাখা থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে কলেজগুলো। এছাড়া রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনে ২৫ জুনের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন করা না হলে এর দায় প্রতিষ্ঠান প্রধানদের বহন করতে হবে।
নির্ধারিত জেলার প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত দিনে বোর্ডে এসে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে বলেছে ঢাকা বোর্ড। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা প্রধান শিক্ষক আছে তাদের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতির স্বাক্ষর ও সিলসহ প্রত্যয়ন থাকতে হবে বলেও বোর্ড জানিয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।