এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজধানীর কবি নজরুল কলেজে গত বছরের তুলনায় জিপিএ- ৫ বেড়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষায় এ কলেজ থেকে জিপিএ- ৫ পেয়েছেন ২২৩ জন পরীক্ষার্থী। এবার পাস করেছেন ১ হাজার ৪৯৫ জন, পাসের হার ৯৩ দশমিক ২৬ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে এ বছর ১ হাজার ৬১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) কলেজ কর্তৃপক্ষ ফল ঘোষণা করে। একই সময়ে অনলাইনেও ফল প্রকাশ করা হয়।
বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৫০৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৯ জন। ফেল করেছে ৩৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৬ জন। মানবিক বিভাগে ৪২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৬ জন। ফেল করেছে ৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫২৬ জন। অকৃতকার্য হয়েছে ৪১ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
এবার তুলনামূলক ফলাফল ভালো হলেও ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীকে কলেজ ক্যাম্পাসে উচ্ছ্বাস বা উল্লাস করতে দেখা যায়নি।
মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আবির মিয়া বলেন, আমার রেজাল্টে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কলেজে এসেছি ভাবলাম সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। কিন্তু সবাই ঘরে বসে ফল পেয়ে যাওয়ায় কেউ ক্যাম্পাসে আসেনি।
এবার শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহম্মদ হাবিবুর রহমান বলেন, গত বছরের তুলনায় কলেজ শিক্ষার্থীদের ফলাফলে আমরা সন্তুষ্ট।