এইচএসসি ও সমমানের পরীক্ষা ফলে যেসব পরীক্ষার্থী অসন্তুষ্ট হয়েছেন তারা খাতা চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ পেয়েছেন। আগামী ১০ মার্চ এইচএসসি খাতা চ্যালেঞ্জর ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল রোববার সন্ধ্যায় দৈনিক আমাদের বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। এতে পুনঃনীরিক্ষায় ফল ভালো হলেও সেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন না। এ বিষয়ে জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, বোর্ড আইনের মাধ্যমে পরিচালিত হয়। আমাদের আইনে রয়েছে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার ফল প্রকাশের। আমরা চাইলেই আগে ফল দিতে পারি না। বিধি-বিধান অনুসারে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হবে।
জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ১ লাখ ৯১ হাজার ৪২০ জন পরীক্ষার্থী। তারা ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পেয়েছেন। গত ৯ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছে। প্রতি বিষয়ের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন ফি দিতে হয়েছে ৩০০ টাকা।