এইচএসসি ও সমমান পরীক্ষার ৬ষ্ঠ দিনে নকল করার দায়ে মোট ২৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ দিন অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
নতুন করে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হওয়ায় নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ বিজ্ঞান ১ম পত্র, হিসাব বিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬৮ হাজার ৪৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৮৭৩ জন। অনুপস্থিত ছিলেন ৭ হাজার ৯৭৩ জন। নয় বোর্ডে অনুপস্থিত হার ছিলো ১ দশমিক ৩১ শতাংশ। নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৭ জনকে।
এদিকে, আলিমের আজ ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৯৪১ জন, এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৮১ হাজার ২৭৪ জন। বহিষ্কার হয়েছেন ৬ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থী।
অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠন দ্বিতীয়পত্র বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৭ হাজার ১৫৩ জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৫ হাজার ৭১০ জন। বহিষ্কার হয়েছেন ২ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী।