এইচএসসি ও সমমান পরীক্ষার ৭ম দিনে নকল করার দায়ে মোট ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ দিন অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী। রোববার পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।
সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পদার্থ (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাব বিজ্ঞান ১ম পত্র ও যুক্তিবিদ্যা বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬৬ হাজার ২৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ৩১২ জন। অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৩১৭ জন। নয় বোর্ডে অনুপস্থিত হার ছিলো ১ দশমিক ৩৭ শতাংশ। নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে ৮ জনকে।
এদিকে, আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৩ হাজার ৭৫১ জন, এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৮০ হাজার ৬২ জন। বহিষ্কার হয়েছেন ৫ জন। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৬৮৯ জন পরীক্ষার্থী।
অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৮ হাজার ৯৪২ জন, এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৭ হাজার ৩৫৮ জন। বহিষ্কার হয়েছেন ৩ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী।