টাঙ্গাইলের মাহমুদুল হাসান আদর্শ কলেজে মোমবাতি-দেশলাই আনার নির্দেশনামূলক বিজ্ঞপ্তি নিয়ে চলছে নানা সমালোচনা।
২০২৪ খ্রিষ্টাব্দের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ শনিবার (২৯ জুন) এই নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ খ্রিষ্টাব্দের এইচএসসি পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভবনা থাকায় সকলকে পরীক্ষা কেন্দ্রে মোমবাতি ও দেশলাই সঙ্গে আনার জন্য নির্দেশ দেওয়া হলো।
এদিকে, প্রকাশিত ওই বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বিষয়টি নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, আমাদের কলেজে প্রায় এক হাজার ২০০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে পরীক্ষায় বিঘ্ন ঘটবে। বিদ্যুৎ নাও থাকতে পারে। কলেজে জেনারেটর ব্যবস্থা নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে পরীক্ষার্থীর মোমবাতি ও দেশলাই নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে করে পরীক্ষায় বিঘ্ন না ঘটে। যদি দুর্যোগপূূর্ণ আবহাওয়া থাকে তাহলে ১২০০ মোমবাতি ও দেশলাই পাওয়া সম্ভব হবে না। এজন্যই পরীক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়।