হোয়াটসঅ্যাপে কোনো ভিডিও পাঠানোর সময় এর গুণমান বা কোয়ালিটি একটু খারাপ হয়। তবে এই অসুবিধা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে এইচডি মানে ভিডিও পাঠানোর সুবিধা এনেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। নতুনে এই সুবিধায় মান ঠিক রেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজচায়নার প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের ছবির মতোই ভিডিওর জন্য থাকবে একটি এইচডি বাটন। অ্যাপের ড্রয়িং এডিটরে থাকবে এই এইচডি বাটন। ব্যবহারকারীদের কোনো ভিডিও পাঠানোর আগে স্ট্যান্ডার্ড এবং এইচডি এই দুই কোয়ালিটির মধ্যে একটি বেছে নিতে হবে। তবে স্বাভাবিকভাবেই হোয়াটসঅ্যাপে এইচডি ভিডিও বিনিময়ের সময় করতে হলে ইন্টারনেট ডেটা বেশি খরচ হবে।
নতুন এই সুবিধা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আপাতত অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৩.১৪.১০- এ পাওয়া যাবে। শিগগিরই এই সুবিধা সবার জন্য আনা হবে।