এইচপিভি টিকা নিয়ে অসুস্থ ১৭ ছাত্রী

দৈনিক শিক্ষাডটকম, লক্ষ্মীপুর |

লক্ষ্মীপুরে জরায়মুখের ক্যান্সাররোধে এইচপিভি টিকা নেয়ার পর ১৭ মাদরাসাছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তারা সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার বিভিন্ন শ্রেণির ছাত্রী। চিকিৎসকরা বলছেন টিকা নেওয়ার পর ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তারা শিগগির সুস্থ হয়ে উঠবে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ ছাত্রীদের সহপাঠীদের দাবি, টিকা প্রদানকারীরা বলছেন, ছাত্রীরা সকালে খাবার না খাওয়ায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। যদি তাই হয়, তাহলে টিকা দেওয়ার আগে কেন তাদের খাবারের কথা জিজ্ঞেস করা হয়নি? টিকা নেওয়ার পর কয়েকজন শ্বাস নিতে পারছে না। কয়েকজন প্রচণ্ড ব্যথায় হাত-পা নাড়াতে পারছে না।

এদিকে হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের তথ্য-ছবি সংগ্রহকালে টিকা কার্যক্রমে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরিচয়দানকারী ডা. খাদিজা আহমেদ গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি রোগীর সঙ্গে থাকা লোকজনকে বলেন, ছাত্রীরা অসুস্থ হয়নি। ভয়ে তাদের মাথা ঘুরাচ্ছে। এর বেশি কিছু নয়। একপর্যায়ে সাংবাদিকরা তার বক্তব্য নিতে গেলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। বিনা অনুমতিতে আমার ভিডিও বক্তব্য নেবেন না বলে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অসুস্থ ছাত্রীরা হলো মিথিলা (১৩), আঁখি আক্তার (১২), আফিফা (১২), প্রীতি (১২), জান্নাতুল আকলিম মিপ্তা (১২), মাইশা (১৩), মাহি (১২), মাহিয়া আক্তার (১২), আছমা (১২), সুমাইয়া (১২), মারিয়া আক্তার (১২), মীম (১২), খাদিজা (১২), তামান্না (১৪), নুসরাত (১৩) ও আকলিমাসহ (১২) ১৭ জন।

মাদরাসা সূত্র জানায়, দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধাঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ১৭ ছাত্রীর কেউ বমি করে আবার কেউ মাথা ঘুরে পড়ে যায়। মাদরাসা কর্তৃপক্ষ তাদের সদর হাসপাতালে ভর্তি করে।

জান্নাতুল আকলিম মিপ্তা নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাবা শামসুল আলম বলেন, ‘টিকা নেওয়ার পর প্রথমে আমার মেয়েসহ চারজন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাদের সদর হাসপাতালে ভর্তি করি। আমার মেয়ের ডান পা ব্যথা হয়ে প্রায় অবশের মতো অবস্থা হয়েছে। ধরাও যাচ্ছিল না। নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়েছে, বুকেও ব্যথা ছিল।’

মাদরাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুব আলম বলেন, ‘টিকা নেওয়ার আধাঘণ্টার মধ্যেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের আমরা হাসপাতালে ভর্তি করেছি। কয়েকজনের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তাদের অক্সিজেন দেওয়া হয়েছে।’

এ বিষয়ে লক্ষ্মীপুর ১০০ শয্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, টিকা নেওয়ার পর ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। আমরা তাদের ভর্তি রেখে চিকিৎসা দিচ্ছি। এটা টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নয়। ভয় থেকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।


পাঠকের মন্তব্য দেখুন
অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: তৃতীয় দিনের ভাইভায় যেসব প্রশ্ন - dainik shiksha অষ্টাদশ শিক্ষক নিবন্ধন: তৃতীয় দিনের ভাইভায় যেসব প্রশ্ন এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু ১ নভেম্বর - dainik shiksha এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু ১ নভেম্বর পান থেকে চুন খসলেই ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা - dainik shiksha পান থেকে চুন খসলেই ঘুষ নেন শিক্ষা কর্মকর্তা শিবিরের আত্মপ্রকাশের খবরে জাবিতে প্রতিবাদ মিছিল - dainik shiksha শিবিরের আত্মপ্রকাশের খবরে জাবিতে প্রতিবাদ মিছিল কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থীদের গালিগালাজ করায় সিটি কলেজ শিক্ষক বহিষ্কার - dainik shiksha শিক্ষার্থীদের গালিগালাজ করায় সিটি কলেজ শিক্ষক বহিষ্কার please click here to view dainikshiksha website Execution time: 0.0024890899658203