পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র-অস্বচ্ছল ও পথচারীদের মাঝে এক টাকায় ইফতার বিক্রি করা হয়েছে। শুক্রবার প্রথম রোজার দিন বিকেলে শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এক টাকায় ইফতার বিক্রি করা হয়।
সংগঠনের সদস্যরা নিজ খরচে দিয়ে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এক টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নেয়। প্রথম দিনে দেড়শ মানুষকে মুড়ি, বুট, পিয়াজু, চপ, জিলাপীসহ সাত আইটেমের ইফতার দেয়া হয় এক টাকার বিনিময়ে।
এক টাকায় ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তারা সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তাদের উদ্দেশ, সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।