রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার অন্তর্গত মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজ। কলেজে শিক্ষক রয়েছেন ১২ জন, কর্মচারী ৪ জন। আর পরীক্ষার্থী ছিলেন মাত্র ১ জন। চলতি বছর সাধারণ শাখা থেকে একজন পরীক্ষা দিয়েছিল। কিন্তু তবুও পাস করতে পারেননি ওই শিক্ষার্থী।
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায় কলেজটির একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাদিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২২ বছর ধরে বেতন-ভাতা পান না শিক্ষকরা। তাই ১২ জন শিক্ষকের মধ্যে গড়ে ৪ থেকে ৫ জন নিয়মিত অফিস করেন। বাকিরা অন্যান্য জায়গায় চলে গেছেন। এমপিওর জন্য অপেক্ষা করে করে আমরা ক্লান্ত। নিয়মিত শিক্ষক না আসায় অভিভাবকরা শিক্ষার্থী ভর্তি করাতে চায় না। চলতি বছর সাধারণ শাখা থেকে একজন পরীক্ষা দিয়েছিল। কী কারণে পাস করতে পারেনি সেটা বুঝতে পারছি না। তবে এ বছর কলেজে ১১ শিক্ষার্থী ভর্তি হয়েছে।’
মুন্ডুমালা পৌর এলাকার মনিরুল ইসলাম বলেন, ‘এটা খুবই বিষয়টি দুঃখজনক। এমপিওভূক্ত হয়নি এটা যেমন কষ্টের বিষয় তেমনি ফলাফল সন্তোষনজক না হলে প্রতিষ্ঠানের মান থাকবে না। এমনিতে তো বেতন নাই তারপরে যদি এমন ফলাফল হয় তাহলে এমপিও তো হবেই না।’
উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুল ইসলাম বলেন, ‘মুন্ডুমালা বালিকা স্কুল অ্যান্ড কলেজে মাত্র একজন পরীক্ষার্থী ছিল, তবুও ফেল করেছে। বিষয়টি দুঃখজনক। আমি নতুন যোগদান করেছি। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে দেখতে বলব।’