ফরিদপুরের এক মাদরাসা কর্মচারী তিনটি প্রতিষ্ঠান থেকে ভিন্ন পদবি দেখিয়ে বেতন তুলেছেন। এই অভিযোগে তাকে তলব করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। অভিযুক্ত কর্মচারী আব্দুল করিম শেখ সদর উপজেলার মুসলিম মিশন দাখিল মাদরাসায় কর্মরত।
সম্প্রতি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার ‘ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদরাসায়’ কর্মরত কর্মচারী আব্দুল করিম শেখ একই সময়ে ভিন্ন-ভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং বেতন ও উৎসব ভাতা গ্রহণ করেছেন বলে একটি অভিযোগ মাদরাসা শিক্ষা অধিদপ্তরে দাখিল করা হয়।
এমন পরিস্থিতিতে ওই কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ১৩ সেপ্টেম্বর অধিদপ্তরের উপ-পরিচালকের কাছে উপস্থিত হয়ে শুনানীতে অংশগ্রহণ করার জন্য বলা হলো।