২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং English For Today পাঠ্যবইয়ে প্রচ্ছদ পরিবর্তনসহ সংশোধন ও পরিমার্জন করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জলছাপযুক্ত নিরাপত্তা কাগজসহ মুদ্রণ ও বাঁধাই করে ১৮ নভেম্বর থেকে বাজারজাত করা হবে। এজন্য অভিভাবক ও শিক্ষার্থীদের সচেতন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনসিটিবি।
রোববার (১৭ নভেম্বর) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানা যায়, অভিভাবকগণ এবং শিক্ষার্থীদের এনসিটিবি কর্তৃক প্রদত্ত জলছাপসহ সিকিউরিটি পেপারযুক্ত নতুন সংস্করণের পাঠ্যপুস্তকসমূহ ক্রয় করার অনুরোধ করা হলো। উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের অধীনে পরিচালিত মূল্যায়ন (পরীক্ষা) প্রক্রিয়ায় উক্ত পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বিবেচনায় নেওয়া হবে। পাঠ্যপুস্তকসমূহ সারা বাংলাদেশের লাইব্রেরিসমূহ হতে এনসিটিবি কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে।
যদি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এনসিটিবি কর্তৃক প্রকাশিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠ্যপুস্তক ব্যতীত অন্য কোন লেখক ও প্রকাশকের পুস্তক পাঠ্যভুক্ত করা হয়, তবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনসিটিবি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।
নকলমুক্ত পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক সরবরাহের সরকারি উদ্যোগকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।