একাদশে ভর্তি আবেদনের মেয়াদ ১৩ জুন পর্যন্ত দুই দিন বাড়ানো হয়েছে। এই আবেদনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ১১ জুন।
সোমবার (১০ জুন) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের সময় আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন হবে তারাও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আরো পড়ুন: কলেজে ভর্তি: আবেদনের আগে ফি পরিশোধ করতে হবে
বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন থেকে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই-এর দায় বহন করবে না। বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: https://www.xiclassadmission.gov.bd
এর আগে ১ জুন থেকে আবেদন ফি পরিশোধ না করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করার শর্তে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন করতে পারছিলেন শিক্ষার্থীরা। সেই সুবিধা বাতিল করা হয়েছে। এখন থেকে আবেদন করার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে।
স্মার্ট ভর্তি পোর্টালে ঢুকে সোনালী সেবা বা এসএসএল কমার্জ গেটওয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। পোর্টালে সমস্যা হলে বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। সোমবার (১০ জুন) ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ নির্দেশনা পাওয়া গেছে।
এদিকে ৮ জুন রাত ১১ পর্যন্ত আবেদন করেছেন ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী। ইএসভিজি দাখিল হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪ টি। পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ আবেদনকারী।
প্রথমে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিলো। তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন। পরে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে। তবে ফি পরিশোধে জটিলতায় পড়ছেন ভর্তিচ্ছুরা।
একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এলাকায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি।