দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা প্রকাশ করা হয়। অনলাইনে ভর্তির আবেদন ২৬ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এবারো তিন ধাপে আবেদন নেয়া হবে৷ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কোনো ভর্তি পরীক্ষা হবে না। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) আবেদন করতে পারবেন।
২০২৩ খ্রিষ্টাব্দের ভর্তি নীতিমালার সঙ্গে পর্যালোচনায় দেখা গেছে, প্রথম দফায় সংজ্ঞা নীতিমালায় ১.৫ উপনীতি যুক্ত করা হয়েছে। যেখানে ‘দপ্তর সংস্থা’ বলতে তফসিল-ঘ-এর একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।
একাদশে ভর্তির নীতিমালা দেখতে লিংকে ক্লিক করুন
২০২৩ খ্রিষ্টাব্দের নীতিমালায় ছিল, ‘শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।’
এবার দুই ভাগ সংরক্ষিত আসনের এক ভাগ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীর সন্তান এবং আরেক ভাগ অধীনস্ত দপ্তরের কর্মকর্তা/কর্মচারীর সন্তানদের জন্য রাখা হয়েছে।
নতুন নীতিমালার ৩ ধারার (প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি) ৩.২ উপধারায় বলা হয়েছে, ‘কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং অধীনস্ত দপ্তর/সংস্থায় (তফসিল-ঘ অনুযায়ী) কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে ১ শতাংশসহ মোট ২ শতাংশ কোটা মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে সংরক্ষিত থাকবে।’কোটার আসন পুনর্বিন্যাসের বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান ও আন্তবোর্ড সমন্বয়ক কমিটির আহ্বায়ক তপন কুমার সরকার বলেন, এ রকম করা হয়েছে। এটা কী কারণে করা হয়েছে মন্ত্রণালয় ভালো জানবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।