একাদশে ভর্তিতে আনলাইনে আবেদন শেষ হয়েছে বৃহস্পতিবার রাত ১২ টায়। প্রথম পর্যায়ে এ ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ২৩ জুন প্রকাশ করা হবে।
শুক্রবার ভর্তি আবেদনের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শেষ হয়েছে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে ২৩ জুন (রোববার) রাত ৮ টায়।
এর আগে, গত ২৬ মে শুরু হয় এ আবেদন প্রক্রিয়া। পরে এর মেয়াদ ১৩ জুন পর্যন্ত দুই দিন বাড়ানো হয়। এই আবেদনেরমেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ১১ জুন।
এদিকে পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবির্তিত ফলাফল পাওয়া শিক্ষার্থীরাও এ আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://xiclassadmission.gov.bd/) থেকে আবেদন করা যাবে।
সর্বশেষ তথ্যানুযায়ী, গত ৮ জুন রাত ১১ পর্যন্ত আবেদন করেছেন ১২ লাখ ১৭ হাজার ৩৮ শিক্ষার্থী। ইএসভিজি দাখিল হয়েছে ৬৬ লাখ ৩০ হাজার ৬৬৪ টি। পেমেন্ট সম্পন্ন করেছেন ১২ লাখ ৯ হাজার ৬১৫ আবেদনকারী।
এর আগে সার্ভারে জটিলতার কারণে একাদশ শ্রেণির ভর্তি আবেদন যথাসময়ে শুরু হয়নি। পূর্বঘোষিত তারিখ ও সময় অনুযায়ী গত ২৬ মে সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিলো। তবে সে সময় অনেকে ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন। পরে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান করলে আবেদন প্রক্রিয়া স্বাভাবিক হয়। আবেদনের পোর্টালে আবেদনকারীর লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত একটি ত্রুটি গত ২৮ মে সকাল ১০টার দিকে সমাধান করা হয়েছে। এর পর শুরু হয় আবেদন ফি পরিশোধে জটিলতা
একাদশ শ্রেণির ভর্তিতে এবার রাজধানীর কলেজগুলোতে ভর্তি ফি সর্বোচ্চ সাড়ে ৭ হাজার, ইংরেজি মাধ্যমে সাড়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা বাদে অন্য মেট্রপলিটন এরিয়ায় ৫ হাজার, জেলা শহরে ৩ হাজার এবং উপজেলায় আড়াই হাজার টাকা। এটাই সর্বোচ্চ ভর্তি ফি।