উচ্চমাধ্যমিক শ্রেণির পাঠ্যবই মুদ্রণের টেন্ডার তুলে নিতে দুইজন প্রকাশককে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে অপর একজন প্রকাশকের বিরুদ্ধে। ভুক্তভোগী প্রকাশকরা শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বিষয়টি জানিয়ে অভিযোগ দিয়েছেন। তারা এ বিষয়ে মন্ত্রণালয় ও এনসিটিবির সহযোগিতা চেয়েছেন। গত সপ্তাহে তারা এনসিটিবি ও শিক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ দেন।
ভুক্তভোগী প্রকাশকরা হলেন, মাদার্স পাবলিকেশন্স নামের একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী নিরূপ কুমার সাহা ও দোয়েল প্রিন্টার্সের মো. জাহাঙ্গীর আলম।
হুমকি দেয়ার অভিযোগ রূপালী প্রিন্টার্সের পরিচালকের বিরুদ্ধে।
প্রকাশক নিরূপ কুমার সাহার অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, তার মাদার্স পাবলিকেশন্স একাদশ ও দ্বাদশ শ্রেণির উচ্চ মাধ্যমিকের ৯নম্বর লটে সর্বোচ্চ অফারে অংশগ্রহণ করেছে। আমি টেন্ডারে অংশ নেয়ায় রূপালী প্রিন্টার্সের পরিচালক জহুরুল ইসলাম আমাকে ও আমার পার্টনার দোয়েল প্রিন্টার্সের মো. জাহাঙ্গীর আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রেসে তালা মেরে দেয়ার হুমকি দেয়। ১২ ঘণ্টার মধ্য টেন্ডার তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেন এবং এনসিটিবির সঙ্গে কাজ করতে নিষেধ করে টেন্ডার তুলে নিতে বলে। আমি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে সহযোগিতা চেয়েছি। বিষয়টি আমি এনসিটিবি কেউ লিখিতভাবে জানিয়েছি।
এ বিষয়ে মন্তব্য জানতে রূপালী প্রিন্টার্সের পরিচালক মো. জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন।
অভিযোগের কপি এনসিটিবির চেয়ারম্যান পেয়েছেন বলে জানিয়েছেন।
আগামী ১ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি একাদশ শ্রেণির বইয়ের উদ্বোধন করবেল বলে জানা গেছে। ওইদিন থেকে সারাদেশে একাদশ শ্রেণির বই কিনতে পাওয়া যাবে।
শিক্ষার সব
খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।