অতীতেও নানা অনিয়মের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একাধিক অভিযোগের তদন্তও করছে ফরিদপুর জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবু বহাল তবিয়তে আছেন ভাঙ্গার কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত। দ্রুত সময়ের মধ্যে তাঁর পদত্যাগ দাবি করে বুধবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য ও শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে শুরু হওয়া মানববন্ধন চলে ঘণ্টাব্যাপী। সেখানে নানা স্লোগান দিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে স্বেচ্ছাচার কায়েম করেছেন। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরসহ ফরিদপুর দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসকের কাছে একাধিক অভিযোগ দেওয়া হয়। এসবের তদন্তও চলছে। একাধিক সংবাদমাধ্যমে এসব তথ্য প্রচার হলেও স্থানীয় রাজনৈতিক একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় স্বপদে বহাল আছেন অরুণ চন্দ্র দত্ত। তাঁকে রক্ষায় একটি কুচক্রী মহল নানা দপ্তরে দৌড়ঝাঁপ করছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম মিয়া রুমির সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এনায়েত হোসেন মুন্সী, আনোয়ার মাতুব্বর মঞ্জু প্রমুখ।
এ বিষয়ে মন্তব্য জানতে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন, ‘আমি একটি জরুরি কাজে বাইরে আছি।’ পদত্যাগ দাবিতে মানববন্ধন বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিনের ভাষ্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকা ইউএনও এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ভাঙ্গার ইউএনও বিএম কুদরত-এ-খুদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।