এনটিআরসিএর দেওয়া প্রত্যয়ন পত্র বা সনদ যাচাই করতে আর ঝামেলা পোহাতে হবে না। ২০০৫ খ্রিষ্টাব্দ থেকে চালু হওয়া পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিবন্ধিত প্রার্থীদের দেওয়া সনদ যাচাই করতে হয় এনটিআরসিএকেই। কিন্তু গতকাল রোববার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা লিংকের মাধ্যমে যে কেউ সনদের সত্যতা যাচাই করতে পারবে। লিংকটা দেবে টেলিটক। গতকাল এনটিআরসিএর ১০১ তম নির্বাহী বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টেলিটকের দেওয়া লিংকে গিয়ে প্রার্থীরা নিজেরাই দেখতে পারবেন।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। ২০০৫ খ্রিষ্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক-যোগ্যতা নির্ধারণী সনদ দেয়া হতো। সেটা দেখিয়ে শিক্ষক পদে আবেদন করা যেতো। কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেয়া পরীক্ষাই ছিলো চূড়ান্ত। ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।