দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যেসব প্রার্থী হরতাল-অবরোধসহ নানা কারণে ভাইভার ডাক পেয়েও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে আসতে না পেরে আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার নেয়া হবে। আজ বুধবার ভাইভা অনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিলো। তবে প্রার্থীদের কেউ কেউ পরীক্ষা দিতে না পেরে এনটিআরসিএতে আবেদন করায় তাদের মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দেয়া হয়েছে।
বুধবার এনটিআরসিএর কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা বলছেন, ভাইভা দিতে না পেরে যেসব প্রার্থী এনটিআরসিএতে আবেদন করেছেন তাদের মোবাইলে টেলিটক থেকে এসএমএস পাঠিয়ে ২১ ডিসেম্বর ভাইভা আয়োজনের বিষয়টি জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত তারিখের মৌখিক পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে তার প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ডের মূল কপিসহ এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
তারা আরো জানান, শিক্ষক নিবন্ধনের ভাইভার তারিখ পরিবর্তনের জন্য যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন প্রত্যাহার করে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের পুনরায় মৌখিক পরীক্ষায় অংশ নেয়ার প্রয়োজন নেই।
এনটিআরসিএতে আসতে না পারা প্রার্থীদের মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার ১৭ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শেষ হচ্ছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।