সাবিহা সুমি, দৈনিক শিক্ষাডটকম: টাকা ছাড়া আর হবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের দেয়া সার্টিফিকেটের ভুল সংশোধন। নিয়ম মেনে আবেদন করে প্রিলি, রিটেন ও ভাইভায় পাস করা হাজার হাজার শিক্ষক নিবন্ধন সনদধারী তাদের সনদের নাম, জন্মস্থানসহ নানা ধরনের ভুল সংশোধন করতে এনটিআরসিএতে যান। এমনকি অনেকে মূল সনদ হারিয়ে ফেলেন।
ভুল সংশোধনেএতোদিন ফি দিতে হতো না নিবন্ধন সনদধারীদের। বছর বছর সনদধারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভুল সংশোধনের সংখ্যাও বেড়ে চলছে। এতে এনটিআরসিএর ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে। তাই ফি আদায় করার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএর নির্বাহী বোর্ড। একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সনদ পেতে আবেদনের সঙ্গে ১০০ টাকার ব্যাংক ড্রাফট দরকার হবে। সরকার অনুমোদিত ও স্বীকৃত যেকোনো ব্যাংকে থেকে ব্যাংক ড্রাফট করা যাবে।
আরো বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তায়।