পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যানসহ দুর্নীতিবাজ সব কর্মকর্তার শাস্তি ও নিম্নমানের বই সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীরা। আজ ২৭ আগস্ট দুপুরে ঢাকার মতিঝিলে এনসিটিবি অফিসের সামনে মানবন্ধন করেন তারা। এনসিটিবির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দাবির বিষয়ে কথা বলেন।
অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান। সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীদের আহবায়ক ডা. দিদারুল আলম। সঞ্চালনা করেন মো. মোর্শেদ আজম।
এ সময় বৈষম্যবিরোধী মুদ্রণ ব্যবসায়ীরা, এনসিটিবি‘র দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা। বিগত বছরগুলোতে নিম্নমানের বই সরবরাহকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণসহ এই প্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে কালো তালিকাভুক্ত করার দাবি জানান।
এ ছাড়াও তারা আরো বলেন, ইউনিসেফ নির্দেশিত মানসম্পন্ন পরিদর্শন প্রতিষ্ঠান নিয়োগ দিতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন কারিকুলাম বিশেষজ্ঞদের নিয়োগ করে