সম্প্রতি কলকাতায় জাতীয় গ্রন্থাগারে জায়গা করে নেবার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগে স্থান পেলো ‘কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা’৷ বইটির লেখক সিদ্দিকুর রহমান খান। তিনি বাংলাদেশের শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তার প্রধান সম্পাদক ও শিক্ষা বিষয়ক পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম সম্পাদক।
বইটিতে রয়েছে কওমি মাদরাসা নিয়ে নানা প্রশ্নের উপযুক্ত উত্তর। এই বই নি:সন্দেহে কওমি মাদরাসা নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলোর অবসান ঘটাতে সহায়ক হবে। এরই মধ্যে বইটি সাড়া ফেলেছে বাংলাদেশে। পশ্চিমবঙ্গের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ইন-চার্জ ডক্টর রাজেশ দাস এর হাতে গত ২৫ জুন বইটি তুলে দেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানিয়ে বইটির লেখকে ই-মেইল করেন।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থা। ১৯৬০ খ্রিষ্টাব্দের ১৫ জুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
ড. রাজেশ দাস জানান, এই বই পড়ার পর তারা লেখক সিদ্দিকুর রহমান খান এর সঙ্গে মত বিনিময়ে আগ্রহী।