এবার বাংলাদেশে আসতে পারেন ডি মারিয়া!

দৈনিকশিক্ষা ডেস্ক |

কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ। লিওনেল মেসিদের প্রতিটি ম্যাচে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে বড় পর্দার সামনে হাজার হাজার মানুষের উন্মাদনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামও হয়েছিল। এরপর থেকেই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফরের গুঞ্জন ওঠে। 

কখনও দেশি ক্লাব, ফেডারেশন আবার অনেক সময় বিদেশি কোনো সংস্থা-ব্যক্তি মেসিদের বাংলাদেশে আনার খবর রটে। গত দশ মাসে অসংখ্য খবর রটলেও বাস্তবে শুধু আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক গোলকিপার এমিলিয়েনো মার্টিনেজই বাংলাদেশে পা রেখেছেন। তবে এবার বাংলাদেশে আসতে পারেন বিশ্বকাপ ফাইনালে গোলদাতা অ্যাঞ্জেল ডি মারিয়া!

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় পশ্চিম বাংলার কলকাতায় আসবেন ডি মারিয়া। সেই উপলক্ষে এক দিনের সফরে বাংলাদেশেও আসতে পারেন ৩৫ বছর বয়সী তারকা এই ফুটবলার। গত মাসে মার্টিনেজ কলকাতার যে ক্রীড়া উদ্যোক্তার মাধ্যমে এসেছিলেন, সেই শতদ্রু দত্তই নিয়ে আসছেন ডি মারিয়াকে। 

ডি মারিয়া বাংলাদেশ সফরে আসবেন কি না সেটা এখনই বলা যাচ্ছে না। যদিও ব্যাপারটি এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন শতদ্রু দত্ত। এ প্রসঙ্গে মঙ্গলবার (৮ আগস্ট) তিনি বলেছেন, ‘কলকাতা থেকে ডি মারিয়াকে বাংলাদেশে আনার ব্যাপারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৩ অক্টোবর এ নিয়ে কাজ করব।’

মার্টিনেজের বাংলাদেশ সফরের সময় ডলার বিনিময়সহ বেশ কিছু বিষয়ে জটিলতা ছিল। তাকে এক পলক দেখতে পারেননি দেশের ক্রীড়ামোদী সমর্থকরা। এ ছাড়া মাত্র ১১ ঘণ্টার সফরে ঘটেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অনেক চেষ্টা করেও এয়ারপোর্টে মার্টিনেজের সঙ্গে দেখা করতে পারেননি।

এদিকে এই ঘটনা সামনে আসার পর জামালের জন্য নিজের স্বাক্ষরিত একটি জার্সি শতদ্রু দত্তকে দিয়েছিলেন মার্টিনেজ। তবে এক মাস পেরিয়ে গেলেও জামাল সেই জার্সি হাতে পাননি। এই প্রসঙ্গে শতদ্রু বলেন, ‘আমি বাংলাদেশে আসলে সেটি নিয়ে আসব। ডি মারিয়ার বিষয়ে কাজ করতে আসা হতে পারে তখন দিয়ে দেব।’

মার্টিনেজের সংক্ষিপ্ত সফরটি আলোচনার চেয়ে সমালোচনার জন্মই দিয়েছিল বেশি। ভারতের ক্রীড়া উদ্যোক্তার কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ক্রীড়ামোদীদের আবেগ ব্যবসায়ের উপলক্ষ্য হিসেবে মনে করছেন অনেকে। ডি মারিয়ার বিষয়টি কোন পর্যন্ত গড়ায় সেটাই দেখার বিষয়।


পাঠকের মন্তব্য দেখুন
দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের - dainik shiksha দেরিতে এসে স্বপ্নভঙ্গ গুচ্ছে ভর্তিচ্ছু অনেকের নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন - dainik shiksha নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দাবিতে সরকারি কর্মচারীদের মানববন্ধন কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর - dainik shiksha জগদীশ চন্দ্র বসুর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনে সম্মতি প্রধানমন্ত্রীর প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার - dainik shiksha প্রধান শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গ্রেফতার শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক - dainik shiksha নিজের শিক্ষককে নিয়ে শ্রেণিকক্ষে ঢাবি শিক্ষক, প্রশংসায় ভাসছে ফেসবুক please click here to view dainikshiksha website Execution time: 0.002608060836792