এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণ বিধিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এ বিধিমালা করা হচ্ছে। এ বিধিমালার খসড়া প্রণয়নে আগামী বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানিয়ে নোটিশ জারি করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক অধিশাখার উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের জন্য আচরণ বিধিমালার খসড়া প্রণয়নে অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আগামী বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় অংশ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি অধিশাখা-২ এর যুগ্মসচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ প্রশাসন ও মাধ্যমিক শাখার উপপরিচালক, কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শককে বলা হয়েছে।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষকরা ঠিকাদারি, দোকানদারি, সংবাদপত্রে কার্ড বানিয়ে কথিত সাংবাদিকতা, রাজনৈতিক দলের লেজুরবৃত্তি, যুদ্ধাপরাধীদের পক্ষে ফেসবুকভিত্তিক নানা অপকর্মে লিপ্ত। এছাড়াও বিভিন্ন পেশার মানুষদের সম্পর্কে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বাজে কথা ছড়িয়ে থাকেন। বারবার সতর্ক করার পরও থামছেই না। এমন প্রেক্ষাপটে সভা আয়োজন করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।