বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের মার্চের এমপিওর সিট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল। কিন্তু বহু প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিও সিট পাচ্ছেন না। শিক্ষকদের অভিযোগ পূর্ণাঙ্গ এমপিও এমপিও ভাউচার ও টপসিট আপলোড করা হয়নি। এতে শিক্ষকরা বেতন-ভাতার বিল তুলতে পারছেন না। সিলেট জেলার শিক্ষকদের অভিযোগ, জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওর শিট পাওয়া যাচ্ছে না। তারা দৈনিক শিক্ষাডটকমের মাধ্যমে এর প্রতিকার চেয়েছেন।
এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার সকালে সিলেট সদর উপজেলার রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল আহমদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, ইএমআইএসে এমপিও সিট আপলোড দেয়া হয়েছে। জনতা ব্যাংক, সিলেট জোনের সিলেট জেলায় মাত্র ৪০ টি পৃষ্ঠা এসেছে। যেখানে ৪০০ র বেশি পৃষ্ঠা আসার কথা। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিও শিট ডাউনলোড করতে পারছে না। এতে তারা বেতনভাতা তোলা নিয়ে শঙ্কায় আছেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইছামতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জালাল আহমদ দৈনিক শিক্ষাডটকমকে জানান, সিলেট জেলার এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের মার্চ মাসের এমপিও শিট পূর্ণাঙ্গ আসেনি। মাত্র ৪০ পৃষ্ঠা এসেছে। অনেক স্কুল ও কলেজ বাদ পড়েছে। দৈনিক শিক্ষাডটকমের মাধ্যমে সমাধান চাই।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
বেলা তিনটার দিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক মো. এনামুল হক হাওলাদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিষয়টি সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে।
গত রোববার স্কুল-কলেজ শিক্ষকদের এমপিওর চেক ছাড় হয়। গতকাল সোমবার ইএমআইএস সেলের ওয়েবসাইটে (http://emis.gov.bd/emis) এমপিও সিট ও টপসিট আপলোড করা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।