দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: সরকারি বিশ্ববিদ্যালয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল এবং পেনশন তহবিলের ক্ষেত্রে সঞ্চয়ী ও স্থায়ী আমানতের সুদ বা মুনাফার ওপর করহার বাড়ছে। কমছে এই খাতের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের করহার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে। আগামী বাজেট এই নতুন করহার পাস হতে যাচ্ছে।
এনবিআর সূত্রে জানা গেছে, আগে শুধু কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ কর দিতে হতো। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোম্পানি হিসেবে বিবেচিত হয়। এবার সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকেও ২০ শতাংশ কর দিতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে আগে ১০ শতাংশ কর দিতে হতো।
আগে শুধু কোম্পানি ব্যতীত অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে ১০ শতাংশ কর দিতে হতো। এবার স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত আনুতোষিক তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল ও পেনশন তহবিলের ক্ষেত্রেও ১০ শতাংশ কর দিতে হবে। এগুলোতে আগে ৫ শতাংশ কর দিতে হতো।
এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারীজ ইনস্টিটিউটের ক্ষেত্রে ১০ শতাংশই বহাল থাকছে। তবে, এই করহারে যুক্ত হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। আগে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ শতাংশ হারে কর দিতে হতো। সেই হিসেবে তাদের করহার কমলো।
এই প্রসঙ্গে এনবিআরের সাবেক সদস্য (আয়কর নীতি) আলমগীর হোসেন বলেন, ‘এতে করের বোঝা বাড়ছে না। কর আহরণ সহজ হবে। জটিল আদায় প্রক্রিয়া এড়ানোর জন্য এই কৌশল নেয়া হচ্ছে। আগে শুধু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ২০ শতাংশ কর দিতো, এখন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোও যুক্ত হবে। তবে, অ্যাসেসমেন্টের পর যদি মনে হয়, করদাতা পাওনা হয়েছেন, সেক্ষেত্রে প্রত্যার্পণও সহজে করতে হবে।’