বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফাইলে চূড়ান্ত অনুমোদন মেলেনি আজ (রোববার) রাত আটটা অব্দি। যদিও কিছু ফেসবুক গ্রুপ, ফেসবুকভিত্তিক ভুইফোঁড় অনলাইন ও বদলি নিয়ে মামলা-মোকদ্দমা ও রিট ব্যবসায় নিযুক্ত কতিপয় ব্যক্তি শূন্যপদে বদলির চূড়ান্ত অনুমোদন মিলেছে মর্মে প্রচার করছেন। তারা এমনও দাবি করছেন যে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদও ফাইলে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
এ বিষয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয় দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে। তারা নিশ্চিত করেন যে, রোববার রাত আটটা অব্দি চূড়ান্ত অনুমোদন দেননি উপদেষ্টা।
তবে, খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন এবং প্রজ্ঞাপন হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধবতন কর্মকর্তাদের কাছ থেকে।
এদিকে সার্বজনিন বদলি ও পারস্পরিক বদলি নিয়ে দুই পক্ষের দুই দাবি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পারস্পরিক বদলি চালুর জন্য সফটওয়্যাার তৈরি ও আবেদন নেওয়া শুরু করার কাজ চালাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।