এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত হয়।

সভায় অংশ নেওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজন অংশ নেন।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সাধারণত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের এক-দেড় মাসের মাথায় এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে নীতিমালাসহ বিজ্ঞপ্তি প্রকাশের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ে নীতিমালা সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

গত বছর ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল। করোনাজনিত কারণে পিছিয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম এগিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে এ বছরও ভর্তি পরীক্ষার তারিখ এক মাস এগিয়ে আনা হলো।

এ বছর দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। এতে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩৮০টিতে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিটি সরকারি মেডিক্যাল কলেজে আসন বেড়েছে ২০-৬০টি পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজে ৬০টি। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি ও শেখ হাসিনা মেডিক্যাল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিক্যাল ৩৫টি, সাতক্ষীরা মেডিক্যাল ৩৫টি ও সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল ৩৫টি আসন বেড়েছে।

এর আগে দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এ সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮০।

প্রসঙ্গত, গত ১০ মার্চ ২০২২-২৩ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় প্রকাশিত হয় ১২ মার্চ।

এই সেশনে মোট পাসের সংখ্যা ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

তারও আগে ২০২২ সালের ১ এপ্রিল ২০২১-২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কাল - dainik shiksha এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কাল কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগের ভাইভা শুরু - dainik shiksha কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগের ভাইভা শুরু এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল জানবেন যেভাবে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ঢাবিতে মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ভিসি - dainik shiksha ঢাবিতে মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ভিসি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় ফের বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় ফের বৃদ্ধি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026340484619141