জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ খ্রিষ্টাব্দের এলএলবি শেষ বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ১৩ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা এবং ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে।
পেস্লিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/ PAMS/ICTUnit/Re-scruting.aspx থেকে online-এ আবেদন Form পূরণ
করে Payslip ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোন শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট, নগদ, টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন AMERICAN EXPRESS, VISA, DBBL NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন।
নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই।
পুনঃনিরীক্ষণ/নম্বর যাচাই ফি প্রতি পত্র ৮০০ টাকা। তথ্য জানতে ওয়েবসাইট: www.nu.ac.bd