এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার, কারাগারে পরীক্ষা নেয়ার নির্দেশ

হবিগঞ্জ প্রতিনিধি |

এসএসসি পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার পর গতকাল মঙ্গলবার দুপুরে এক কিশোরীকে (১৭) একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পরে গতকাল বিকেলে ওই কিশোরীকে হবিগঞ্জ শিশু আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক সুদীপ্ত দাশ ওই কিশোরীকে হবিগঞ্জ জেলা কারাগারের সেভ কাস্টডিতে পাঠানোর নির্দেশ দেন। সেখানে রেখে ওই কিশোরীর পরবর্তী পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত।

গ্রেফতার কিশোরী হবিগঞ্জের বাহুবল উপজেলার দীননাথ ইনস্টিটিউশন থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই কিশোরীর এসএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ছদরুল হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ে। গতকাল তার গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। সে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানায়।

কিশোরীকে গ্রেফতারের বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম খান বলেন, গত বছরের সেপ্টেম্বরে বাহুবলের শোয়েব চৌধুরী পারিবারিক দ্বন্দ্বে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হন। এ ঘটনায় নিহত শোয়েবের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই কিশোরী মামলার একজন আসামি।

আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ গতকাল ওই কিশোরীকে গ্রেফতারের পর হবিগঞ্জ শিশু আদালতে হাজির করে। বিচারক কিশোরীকে হবিগঞ্জ কারাগারের সেভ কাস্টডিতে রেখে পরবর্তী পরীক্ষাগুলো দেয়ার ব্যবস্থা নিতে জেলা কারাগারের জেল সুপারকে নির্দেশ দেন। হবিগঞ্জের জেলা প্রশাসককে কিশোরীর এসএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরীক্ষা শেষ হলে কিশোরীকে সিলেটের সেভ কাস্টডিতে (সংশোধনাগারে) পাঠাতে বলেছেন আদালত। হবিগঞ্জ আদালতের পরিদর্শক মো. ওমর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ জেলা বারের সদস্য ও জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলে আলী বলেন, মামলাটি তদন্ত অবস্থায় আছে। পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়নি। সে অবস্থায় পুলিশ একজন এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার না করলেও পারত। অপ্রাপ্তবয়স্ক হিসেবে কিশোরীকে কারাগারের সাধারণ কাস্টডিতে রাখার সুযোগ নেই, তাকে অবশ্যই সেভ কাস্টডিতে রাখতে হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ - dainik shiksha ইউএনওর ‘মানসিক নির্যাতনে’ শিক্ষকের মৃত্যুর অভিযোগ শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর - dainik shiksha শিক্ষা ক্যাডারে পদোন্নতির সভা ১৮ সেপ্টেম্বর সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! - dainik shiksha সেই অভিযুক্ত রেবেকাই এবার মাউশি ঢাকার ডিডি! নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! - dainik shiksha নাহিদ-দীপুর ঘনিষ্ঠ ব্যক্তিই মাউশি অধিদপ্তরের ডিজি হচ্ছেন! শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া হয়েছে- জানতে চায় অধিদপ্তর এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস - dainik shiksha এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্যকে সুযোগ দেয়ার জন্য নয়: সারজিস কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00295090675354