চলতি বছরের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বায়োলজি অলিম্পিয়াডের আয়োজন করেছে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি প্রতিষ্ঠান ‘রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাডমিশন কোচিং’। এ অলিম্পিয়াডে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের জীববিজ্ঞানের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি ল্যাপটপ, আইপড ও নগদ টাকা জেতার সুযোগ পাবেন। আগামী ১০ জুন এ অলিম্পিয়াডের পরীক্ষা আয়োজন করা হতে পারে। এর আগে ৩ জুন পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
রেটিনা বলছে, এ অলিম্পিয়াডের মাধ্যমে তারা ১৫ লাখ টাকার নগদ শিক্ষাবৃত্তি ও পুরস্কার দেবে। তবে, অলিম্পিয়াডে অংশ নিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে কোনো ফি দিতে হবে। ২০২৩ খ্রিষ্টাব্দে বিজ্ঞান বিভাগের এসএসসি ও সমমান পরীক্ষার্থী বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। মোট ১০০ নম্বরে পরীক্ষা হবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে। ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসির বায়োলজি সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে।
রেটিনার যেকোনো শাখায় গিয়ে সশরীরে বা অনলাইনে গুগল ফরম পূরণের মাধ্যমে (https://forms.gle/R5eBwz5KibMwMNat5) বায়োলজি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন করা যাবে।
বয়োলজি অলিম্পিয়াডে কেন্দ্রীয় মেধাতালিকার প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী ল্যাপটপ, দ্বিতীয় স্থান অর্জন করা শিক্ষার্থী আই প্যাড, তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থী আইপ্যাড পাবেন। চতুর্থ থেকে দশম স্থান অর্জন করা শিক্ষার্থীরা পাবেস স্মার্ট ওয়াচ। আর ১১ থেকে ২০তম স্থান অর্জন করা শিক্ষার্থীরা পাবেন ইয়ারবাডস্।
আর জোনভিত্তিক প্রথম পুরস্কার ৫ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা। তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা। চতুর্থ থেকে দশম অবস্থানে থাকা শিক্ষার্থীদের প্রতিজন পাবেন ১ হাজার টাকা। আর জোনভিত্তিক ১১তম থেকে ৫০ তম পর্যন্ত অবস্থান অর্জন করা শিক্ষার্থীরা প্রতিজন ৫০০ টাকা করে পাবেন।
রেটিনা বলছে, তাদের ফেসবুক গ্রুপ থেকে (https://www.facebook.com/groups/retinaofficial) এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।