এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ২৩ মে পর্যন্ত। ২৫ মে থেকে ৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং ৫ জুন থেকে ১৫ জন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সোমবার এসএসসি ও দাখিল ভোকেলনাল পরীক্ষার সূচি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত দিনে সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সূচি তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।