গতকাল ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। প্রকাশিত রুটিনটিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, রসায়ন এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়গুলোর পূর্বে মাত্র ১ দিন করে গ্যাপ দেয়া হয়েছে। একজন পরীক্ষার্থীকে পূর্ববর্তী পরীক্ষার ক্লান্তি ঝেড়ে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। এজন্য এই ১টি দিন সময় খুবই অপর্যাপ্ত।
আলোচ্য বিষয়গুলোর সিলেবাস বেশ বড় এবং এ বিষয়গুলোতে শিক্ষার্থীরা প্রায়ই A+ পেতে ব্যর্থ হয়। শিক্ষার্থীরা পুরো ২ বছর মাথার ঘাম পায়ে ফেলে লেখাপড়া করে। অবশেষে শুধু অপরিকল্পিত পরীক্ষারুটিনের কারণে যদি ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষায় বসতে না পারে তাহলে তাদের মানসিক অবস্থা কেমন হতে পারে?
যতদূর জানি শিক্ষাবোর্ডগুলো সবসময় শিক্ষার্থীদের মানসিক চাপ কমানোর চেষ্টা করে। অথচ অপরিকল্পিত পরীক্ষারুটিন করে শিক্ষার্থীদের মানসিক চাপের মধ্যে ফেলে, ফলে তাদের পরীক্ষা খারাপ হয়। যার প্রভাব পরবর্তী শিক্ষাজীবনে পড়ে। শিক্ষাবোর্ডগুলো পরীক্ষা নেয়ার সময় কেনো এত তাড়াহুড়ো করে বোধগম্য নয়।
আলোচ্য বিষয় তিনটিতে ২ দিন করে গ্যাপ দিলে শিক্ষার্থীরা অত্যন্ত উপকৃত হবে। এমন পদক্ষেপ নিলে রুটিনের সময় কেবল ৩ দিন পিছিয়ে যাবে যা শিক্ষার্থীদের জীবনে আহামরি কোনো ক্ষতি বয়ে আনবে না।
প্রতি বছর রুটিন প্রণয়নের সময় শিক্ষার্থীদের বিশ্রাম ও প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে বিষয়ভেদে কমপক্ষে ২/৩/৪ দিন গ্যাপ রাখলে শিক্ষার্থীরা চাপমুক্ত থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন।
লেখক: সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়
(মতামতের জন্য সম্পাদক দায়ী নন)