চলতি বছরের এসএসসিতে বৃত্তি পেয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলার এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কোয়েল ঘরামী। তিনি উপজেলার বাশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমেশ চন্দ্র ঘরামীর ছোট মেয়ে।
জানা যায়, উপজেলার এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোয়েল ঘরামী বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে পাস করেছেন। বরিশাল বোর্ডে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে কোটা ভিত্তিক জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। তিনি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলেন।
কোয়েল ঘরামী জাতীয় শিশু কিশোর প্রতিযোগীতায় বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে দ্বিতীয় এবং ছড়াগানে তৃতীয় হয়েছিলেন। তিনি বাংলাদেশ বেতার বরিশালে দেশাত্মবোধক ও লোকগানের একজন তালিকা ভুক্ত শিল্পী। এ ছাড়া নৃত্য শিল্পী হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেছেন। তিনি বড় হয়ে চিকিৎসক হতে চান। আগামীতে যাতে এ সাফল্যের পরবর্তী একাডেমিক ধাপগুলো উত্তীর্ণ হতে পারেন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কোয়েল ঘরামী ও তার পরিবার।