এসএসসির খাতা দেখায় অবহেলা : ৩৯ শিক্ষক কালো তালিকাভুক্ত

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলা করায় পরীক্ষকের দায়িত্বে থাকা ৩৯ জন শিক্ষককে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। তারা আগামী ৫ বছর বোর্ডের অধীনে কোনো পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। 

মঙ্গলবার কালো তালিকাভুক্ত শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে এ তথ্য জানায় ঢাকা বোর্ড। রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, পাবলিক পরীক্ষার খাতা দেখায় অবহেলা আর সহ্য করা হবে না। আর অন্যান্য পরীক্ষকদের এখনই সতর্ক হওয়া উচিত। 

জানা গেছে, এসব পরীক্ষক খাতা দেখায় অবহেলা করায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় বহু শিক্ষার্থীর ফল ফেল আসে। পরে খাতা পুনর্নিরীক্ষণ করে দেখা যায় তারা পাস করেছেন।

গত ২৮ জুলাই চলতি বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর ঢাকা বোর্ডে ৭৩ হাজার শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের আবেদন করেন। ২৮ আগস্ট খাতা চ্যালেঞ্জর ফল প্রকাশের পর দেখা যায়, এ বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১০৪ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৩৬২ জন পরীক্ষার্থী। এ বোর্ডের মোট ৩ হাজার ৮৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। ঢাকা বোর্ডের ৭৩ হাজার ৪৬ পরীক্ষার্থী ১ লাখ ৯১ হাজারটি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন।

খাতা দেখায় মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার কারণে কালো তালিকাভুক্ত হওয়াদের তালিকায় আছেন- বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষক মানিকগঞ্জের গরপারা দিঘি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবা আক্তার, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাইজবাড়ি বাগনডাল হাইস্কুলের সহকারী শিক্ষক মো. জুলহাস আলী মঈন, ইংরেজি প্রথমপত্রের পরীক্ষক মাদারীপুরের কালকিনির সাহেবরামপুর হাকিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাশার আহমেদ, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বড়শিলা হাইস্কুলের সহকারী শিক্ষক কাদির আহমেদ, ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষক মাদারীপুর সদরের চর গোবিন্দপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ফজলুল হক মিয়া, গাজীপুর সদরের নিলেরপাড়া হাইস্কুলের সহকারী শিক্ষক রওশন আক্তার, কাপাসিয়া উপজেলার ফকির সাহাবুদ্দিন আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, গাজীপুরের বড়সিট আদর্শ হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম প্রধান। 

এ তালিকায় আরো আছেন- গণিতের পরীক্ষক মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেন, শিবচরের নন্দকুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ মিয়া, মুন্সিগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া জতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাকসুদুর রহমান শেখ, ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুনিল চন্দ্র রায়, শরিয়তপুরের বিনোদপুর পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া, উচ্চতর গণিতের পরীক্ষক রাজধানীর রওশন আরা গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক প্রণব সরকার, লালবাগের বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক কলেজের প্রভাষক মো. আব্দুল মান্নান, ফরিদপুরের উজান মালিকাপুর হাইস্কুলের সহকারী শিক্ষক মো. ওসমান গণি, ভাষানচর হামিদ নগর হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুস সামাদ, রাজধানীর খিলগাঁওয়ের রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. মহসিন আলী, নারায়ণগঞ্জের সোনারগাঁর মোগারপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের সহকারী শিক্ষক মোহাম্মদ মমিন মিয়া ও রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরা পীর মোহাম্মদ বালিকা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. আবু রায়হান। 

কালো তালিকায় আরো আছেন- উচ্চতর গণিতের পরীক্ষক ঢাকার শহীদ শেখ রাসেল সরকারী হাইস্কুলের সহকারী শিক্ষক আশরাফুল কবির, একই বিষয়ের পরীক্ষক রাজধানীর আইডিয়াল কলেজের সহকারী শিক্ষক মো. মোহসীন আলী, ঢাকার আরুয়াকান্দি নাতাখোলা বরোখোলা হাইস্কুলের সহকারী শিক্ষক অসিত বালা, সরকারি জামিলা আয়াতুন্নেসা আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জুবাইর বিন আব্দুর রহমান, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মো. রেজোয়ানুর রহমান, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নিতাই কুমার সরকার।

এ ছাড়াও কালো তালিকাভুক্ত হয়েছেন- বিজ্ঞান বিষয়ের পরীক্ষক ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার কালিয়াচাপড়া সুগার মিলস হাই স্কুলের সহকারী শিক্ষক শামীম আহমেদ, পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষক ও গোপালগঞ্জের ধানকোড়া হাইস্কুলের সহকারী শিক্ষক জায়েদ উদ্দিন আহম্মেদ, রসায়ন বিষয়ের পরীক্ষক ও নারায়ণগঞ্জের ফতুল্লার আহসান উদ্দিন হাইস্কুলের সহকারী শিক্ষক মাহবুবুর কবির, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষক  টাঙ্গাইলের বিন্দু বাসিনী সরকারি বালিকা হাইস্কুলের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান, একই বিষয়ের পরীক্ষক ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, ঢাকার ফাইজুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মো. মনিরুল হক, কৈলাশ চন্দ্র হাইস্কুলের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, আহমেদ বাওয়ানী একাডেমির (মহিলা কলেজ) সহকারী শিক্ষক মো. সেলিম মোল্লা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষক টাঙ্গাইলের পুলিশ লাইনস আদর্শ হাইস্কুলের সহকারী শিক্ষক আব্দুর হান্নান। 

 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0067260265350342