নওগাঁর মান্দা থানার এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। বাতিল হওয়া কেন্দ্র দুটি হলো উপজেলার চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ ও জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। অনলাইনে প্রকাশিত ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকায় এ দুই কেন্দ্রের নাম নেই।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতি বছর থানার ৭৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতো ৮টি কেন্দ্রে। কিন্তু চলতি বছর থেকে ওই দুই কেন্দ্রের শিক্ষার্থীরা ৬টি কেন্দ্রে পরীক্ষা দেবেন।
মান্দার যে কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষা হবে সেগুলো হলো, মান্দা এস সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, শাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়, কালিকাপুর চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি স্কুল এন্ড কলেজ।
জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, কেনো আমার প্রতিষ্ঠানকে কেন্দ্র থেকে বাতিল করা হলো তা আমার জানা নেই। এমনকি বোর্ড থেকে কোনো চিঠিও আমাকে দেয়া হয়নি।
মন্তব্য জানতে চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান মোহা নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ বন্ধা পাওয়া গেছে।
জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো প্রতিবেদনের উপর ভিত্তি করে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিস ও বোর্ডের প্রতিনিধির সমন্বয়ে মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক এই কেন্দ্র দুটি বাতিল করা হয়েছে।
জানতে চাইলে জেলা শিক্ষা লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ নিয়ে একটি মিটিং হয়েছে। তার কারণে কেন্দ্র দুটি বাতিল হতে পারে। এখনও আমার কাছে কোনো চিঠি আসেনি বা কেন্দ্রের তালিকাও আসেনি।