এসএসসির প্রশ্ন ছাপা চলছে

দৈনিকশিক্ষাডটকম, রুম্মান তূর্য |

এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে। ২০ লক্ষাধিক পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন বলে আশা শিক্ষা প্রশাসনের। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে চলছে প্রশ্ন ছাপার কাজ। গোপনীয়তা বজায় রেখে এসএসসি ও সমমানের প্রশ্ন ছাপানো হচ্ছে সরকারি প্রেসে। এ পরীক্ষা আয়োজনের কেন্দ্রও ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে।

জানতে চাইলে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, এসএসসি পরীক্ষা আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। প্রশ্ন ছাপাচ্ছে প্রেস। ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করতে সব প্রস্তুতি নেয়া হচ্ছে। 

তিনি আরো বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লক্ষাধিক শিক্ষার্থী অংশ নেবেন বলে আশা করছি। গতবারের সমান বা কিছু বেশি পরীক্ষার্থী হতে পারেন। তবে পরীক্ষার ফরম পূরণ সব জায়গায় শেষ না হওয়ায় সুস্পষ্ট সংখ্যা এখনো বলা যাচ্ছে না। 

জানা গেছে, সাধারণ ধারার আটটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে দাখিল পরীক্ষা। সারাদেশে দুই হাজার দুইশর বেশি প্রতিষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা হবে।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১২ মার্চ পর্যন্ত। ১৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। একইভাবে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত দাখিলের লিখিত পরীক্ষা চলবে। আর ১৬ থেকে ৩০ মার্চের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। সাধারণ ধারার শিক্ষার্থীদের এসএসসি এবং মাদরাসা শিক্ষার্থীদের দাখিলের মতো আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে কারিগরি শিক্ষার্থীদের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা। আগামী ১২ মার্চ পর্যন্ত এসএসসি ও দাখিল ভোকেশনালের লিখিত পরীক্ষা চলবে। ১৩ মার্চ থেকে ২১ মার্চের মধ্যে পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও ২২ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।

এসএসসি ও সমমানের প্রতিটি বিষয়ের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। এ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর তিনদিন আগে প্রবেশপত্র সংগহ করতে হবে। এসএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্র বা ভ্যেনুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে।

 

 

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.003119945526123