দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা মহানগরের শ্রেষ্ঠত্ব অর্জন করা শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুরের মডেল একাডেমি এবারের এসএসসির ফলাফলেও বিশেষ কৃতিত্ব অর্জন করেছে।
অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৪ খ্রিষ্টাব্দে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাসসহ ১৫৯ জন পরীক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছেন।
সোমবার দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের পিছনে রয়েছে হোম ভিজিটসহ শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের নিবিড় পরিচর্যা, অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক অবস্থার খোঁজখবর রাখাসহ অভিভাবক, স্থানীয় সংসদ সদস্য ও পরিচালনা পর্ষদসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ মহানগর পর্যায়ের প্রতিযোগিতায় মিরপুরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘মডেল একাডেমি’ ঢাকা মহানগরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে।
প্রায় ৪ হাজার শিক্ষার্থী ও ১১০ জন শিক্ষক-কর্মচারী নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে বর্তমান কারিকুলাম বাস্তবায়নে ঢাকা মহানগরীতে এ প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রেখে চলেছে। এ বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য অর্থের অভাবে অথবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ঝরে পড়েননা।
২০২৩ খ্রিষ্টাব্দে জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দে রবীন্দ্র সংগীতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলো বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী শ্রেষ্ঠা সরকার।
এ ছাড়া থানা ও মহানগর পর্যায়ে বিদ্যালয়টি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান ব্যবস্থা, নিয়মিত শিক্ষক পর্ষদের সভায় শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা, নিয়মিত অভিভাবক সভা, শিক্ষার্থীদের কাউন্সিলিং করা এবং ছাদ বাগানসহ বিদ্যালয় ক্যাম্পাসকে সবুজায়ন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বিদ্যালয়টি।
ইতোমধ্যে প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজের প্রতিবেদনে বিদ্যালয়ের ছাদ বাগান প্রশংসিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে প্রতিবছর বার্ষিক ম্যাগাজিন ও একাডেমিক ক্যালেন্ডার শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
বিদ্যালয়ে রয়েছে আইএলসি ল্যাব, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ রাসেল স্কুল অব ফিউচার, অগ্নি নির্বাপন ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, সমৃদ্ধ বিজ্ঞানাগার, গ্রন্থাগার, হৃদয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, হল অডিটোরিয়াম, শহীদ মিনার, খেলার মাঠ, বাস্কেটেবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট ইত্যাদি।
এ ছাড়াও বিদ্যালয়ে রয়েছে সাহিত্য-সংস্কৃতি ক্লাব, বিজ্ঞান ক্লাব, ইংলিশ ক্লাব, বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব, দাবা ক্লাব, হলদে পাখি, স্কাউট গ্রুপ, গার্লস গাইড গ্রুপ।