এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় সারা দেশে ৩০ শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন। বুধবার সারা দেশে মাদরাসা বোর্ডসহ নয়টি সাধারণ শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৬১৪ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণকক্ষ এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এসএসসি ও সমমানের বুধবার ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় ৭ জন এবং দাখিল পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে মোট ২৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
জানা গেছে, বুধবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৬ লাখ ৪৮ হাজার ৫০৪ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধিনে বিভিন্ন বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৩০ হাজার ৭৫০ জন। ৭১৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাধারণ শিক্ষা বোর্ডের অধিনে ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ৬ লাখ ৪১ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।
এদিন ঢাকা বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ২ জন, বরিশাল বোর্ডের ১ জন, দিনাজপুর বোর্ডে ২ জন, ময়মনসিংহ বোর্ডের ১ জন এবং পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ২৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
এ দিনের পরীক্ষায় ঢাকা বোর্ডের ১ হাজার ৫০৯ জন, রাজশাহী বোর্ডের ৯১৬ জন, কুমিল্লা বোর্ডের ৬৩৪ জন, যশোর বোর্ডের ১ হাজার ১৪৯ জন, চট্টগ্রাম বোর্ডের ৪৬৯ জন, সিলেট বোর্ডের ৫১২ জন, বরিশাল বোর্ডের ৫২৭ জন, দিনাজপুর বোর্ডের ৮২৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ৪৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
আর মাদরাসা বোর্ডের ৮ হাজার ৫৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।