ঐক্যবদ্ধ না থাকলে ভবিষ্যতে আমাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, বর্তমানে কাঠগড়ায় আমরা যেভাবে হাসিনাকে দায়ী করছি, ঐক্যবদ্ধ না থাকলে ভবিষ্যতে এই মঞ্চে যারা আছে তাদেরকে একইভাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই এই অভ্যুত্থান ব্যর্থ হতে দেয়া যাবে না।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক জোট আয়োজিত ‘বিপ্লবোত্তর ছাত্র-ঐক্য’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের অখণ্ডতার বিষয়ে আমাদের ইস্পাতের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ সরকার দিল্লিকে কিবলা বানিয়ে ঢাকাকে শাসন করেছে। বলেন, নেপাল, ভুটান, মিয়ানমার, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ-ওয়াসিবদের রক্ত যতদিন আমাদের মনে থাকবে ততদিনে ভারত আর আধিপত্য বিস্তার করতে পারবে না।
দেশ-বিদেশের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জাস্টিস ফর জুলাইয়ের জবি আহ্বায়ক সজিবুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি নুরুল বাশার আজিজী, এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।