শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা উন্নত বিশ্বের দিকে যখন দেখি শিক্ষার্থদের শেখানো হয় সেসব পেশা সম্পর্কে, যেগুলোর মাধ্যমে সমাজ চলে। তাকে বিদ্যালয়ে কে নিয়ে যায়, ড্রাইভার, তাকে কে পড়ায়, শিক্ষক, অসুস্থ হলে তাকে দেখভাল করে নার্স, তার ঘরবাড়ি ভেঙে গেলে ঠিক করেন বিল্ডার-এভাবে তাদের শিক্ষার্থীদের পেশাগুলোর সঙ্গে পরিচিত করা হয়। কিন্তু আমাদের দেশে ঔপনেবেশিক শাসনামল থেকেই আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছিলো, সাহেব হওয়ার জন্য শিক্ষা, সাহেবী মানসিকতা তৈরির জন্য শিক্ষা। তাই আমাদের সবারই লক্ষ্য ছিলো আমরা সাহেবী অবস্থায় যাবো আর সেটি হচ্ছে আমার জীবনের লক্ষ্য। তবে শিক্ষার যে ব্যপকতা, শিক্ষায় দক্ষতার সঙ্গে সম্পৃক্ততা, মন মানসিকতায় পরিবর্তন আনা, অ্যানালেটিক্যাল হওয়া এগুলোর বদলে ফলাফল নির্ভরতা ও সাহেবী মানসিকতা তৈরির শিক্ষা ছিলো। কিন্তু সে অবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার উপায় হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাওয়ে কারিগরি শিক্ষা বোর্ডে আন্তর্জাতিক মানের ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, নতুন শিক্ষাক্রমের মধ্যেই আমরা বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদেরকে পরিণত বয়সে যাওয়ার আগেই জানাচ্ছি। যেটি জাতির পিতার সেই শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা, কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশনের পরিকল্পনাতেই ছিলো।
তিনি বলেন, আমরা ভবিষ্যতে আর আলাদা করবো না। পুরো শিক্ষাব্যবস্থার মধ্যেই কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে।
শিক্ষা উপমন্ত্রী আরো বলেন, দেশ থেকে প্রতি বছর যেসব ওয়েল্ডার বিদেশে কাজ করতে যান তারা অদক্ষ হিসেবে সেখানে যান। ভবিষ্যতে তারা প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সনদ নিয়ে বিদেশে যেতে পারবেন।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন কারিগরি ধারার মাঠ পর্যায়ের শিক্ষকদের এ ল্যাবের প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রসঙ্গত, এই প্রকল্পের আওতায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত অত্যাধুনিক ওয়েল্ডিং প্রশিক্ষণ ল্যাব স্থাপন ও যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লিংকন ইলেক্ট্রনিক্সের তত্ত্বাবধানে সরকারি টিএসসি এবং পলিটেকনিকের ৩০০ জন ট্রেনারকে প্রশিক্ষণ দেয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মনিরুছ সালেহীনসহ অনেকে।