দেশে চলমান কোটাবিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে চট্টগ্রামের হাটহাজারীতে মহাসড়কের পাশে কওমি মাদরাসার শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ পরবর্তী সংহতি সমাবেশ করেছেন।
গতকাল বুধবার (১৭ জুলাই) রাতে হাটহাজারী মাদরাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শিক্ষার্থীরা এ শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।
বিক্ষোভ চলাকালে কওমি মাদরাসার শিক্ষার্থীরা নানা ধরনের স্লোগান দিতে শোনা যায়। তারা সারা দেশে কোটা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, নিহত ও আহত হওয়ার প্রতিবাদে সংহতি প্রকাশ করেন।
সমাবশে উপস্থিত শিক্ষার্থীরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কোটা ইস্যুতে যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। অন্যথায় কওমি মাদরাসা শিক্ষার্থীরাও প্রয়োজনে রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন।
এর আগে বুধবার রাতে এশার নামাজের পর থেকে কওমিপস্থি মাদরাসার শত-শত শিক্ষার্থী ডাকবাংলো চত্বরের জেলা পরিষদ মার্কেটের সামনে জমায়েত হন।