কোটা সংস্কারের দাবিতে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করে শহরের স্টেশন রোড এলাকা অবরোধ করে রাখেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন রোড এলাকা অবরোধ করে রাখা হয়।
জানা গেছে, বিক্ষোভ সমাবেশ ও স্টেশন রোড এলাকা অবরোধ শেষে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে ফিরে এলে এ সময় কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ছাত্রলীগ নেতারা জানান, ককটেল হামলার সঙ্গে আন্দোলনকারীরা জড়িত। এদের মধ্যে ছাত্রশিবির জড়িত রয়েছে। পরে ছাত্রলীগের নেতারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।
বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।