প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে শুধু রেল আর বিদ্যুতের প্রকল্প নয় উদ্বোধন করলেন শিক্ষারও ৪টি প্রকল্পের। কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, প্রধানমন্ত্রী কক্সবাজারে ১৬টি প্রকল্পের উদ্বোধন এবং চারটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের চার প্রকল্প হলো-তিন কোটি টাকার বেশি ব্যয়ে কক্সবাজার সদরের জাহারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, সাড়ে দুই কোটি টাকা ব্যয়ে মহেশখালীর ইউনুসখালি নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে উখিয়ার রত্নাপালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও মারিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ।
প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পের মধ্যে রয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকার দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্প, মাতারবাড়ি সমুদ্র বন্দরের চ্যানেলে ১৭ হাজার ৭৭৭ কোটি এবং অন্যান্য উন্নয়নে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৫৩ হাজার কোটি টাকা। একই দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রায় ৬৮ কোটি টাকার চারটি প্রকল্পের কাজ। সবমিলিয়ে ৮৮ হাজার কোটি টাকার ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান।