আধুনিক বাংলা কবিতার অন্যতম কবি শামসুর রাহমানের জন্মদিন আজ। তার কবিতায় যেমন উঠে এসেছে এ দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ঠিক একইভাবে এসেছে প্রেম, বিরহ, মানবতা ও মানুষ। তিনি লিখেছিলেন, ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা/তোমাকে পাওয়ার জন্যে/আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়? আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?’
শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দের এই দিনে পুরান ঢাকার মাহুতটুলির ৪৬ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন। বাংলা কবিতায় তিনি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। উভয় বাংলায় অন্যতম কবির মর্যাদায় অধিষ্ঠিত হন তিনি। কবি শামসুর রাহমানের মায়ের নাম আমেনা খাতুন, বাবা মুখলেসুর রহমান চৌধুরী। পৈতৃক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। ১৯৫৭ খ্রিষ্টাব্দে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৫৭-৫৯ রেডিও পাকিস্তানের প্রোগ্রাম প্রডিউসার ছিলেন। ১৯৬০-৬৪ দৈনিক মর্নিং নিউজে সিনিয়র সাব-এডিটর, ১৯৬৪-৭৭ দৈনিক পাকিস্তান ও দৈনিক বাংলায় সহকারী সম্পাদক এবং ১৯৭৭-৮৭ দৈনিক বাংলা ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯ বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন তিনি। সেটা ছিলো ১৯৪৮ খ্রিষ্টাব্দ। প্রথম কবিতা ‘উনিশশো ঊনপঞ্চাশ’ প্রকাশিত হয় সাপ্তাহিক সোনার বাংলায়। ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।