দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: বিশ শতকের প্রগতিশীল কবি হুমায়ুন কবিরের মৃত্যুবার্ষিকী আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এই শিক্ষক বামপন্থি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
হুমায়ুন কবির ১৯৪৮ খ্রিষ্টাব্দের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং ১৯৬৯ খ্রিষ্টাব্দে একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। ১৯৭২ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
১৯৭২ খ্রিষ্টাব্দের প্রথম দিকে হুমায়ুন কবিরের বাম প্রগতিশীল সংগঠনের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে। তিনি পূর্ব বাংলার সর্বহারা পার্টি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭১ খ্রিষ্টাব্দে লেখক সংগ্রাম শিবির প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৭২ খ্রিষ্টাব্দে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ লেখক শিবির নাম রাখা হয়।
জীবদ্দশায় হুমায়ুন কবিরের কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। তার অন্যতম শুভানুধ্যায়ী ও বন্ধু লেখক আহমদ ছফার মাধ্যমে তিনি তার প্রথম কাব্যগ্রন্থের জন্য একজন প্রকাশকও পান। তৈরি হয় ৭৪টি কবিতাসংবলিত পাণ্ডুলিপি ‘কুসুমিত ইস্পাত’।
১৯৭২ খ্রিষ্টাব্দের এই দিনে পূর্ব বাংলার সর্বহারা পার্টির অন্তর্দ্বন্দ্বে আততায়ীর গুলিতে ঢাকায় নিহত হন এই কবি।