খুলনা যাচ্ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যাওয়ার পথে ঝালকাঠিতে যাত্রাবিরতি করেন। তখন শহরের একদল ব্যক্তি কবির কাছে এসে স্কুল প্রতিষ্ঠার কথা বলে নামকরণ করার অনুরোধ জানান। বিশ্বকবি তখন স্কুলের নাম নির্ধারণ করে দেন। কবির স্মৃতি আর আদর্শ ধারণ করে আজও গৌরবে চলছে প্রাচীন সেই বিদ্যাপীঠটি।
জেলা শহরের প্রাণকেন্দ্রের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের নাম উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়। ‘উদ্বোধন’ নামে স্কুলের এ নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। পুরো এলাকাটি পরিচিতি পেয়েছে স্কুলটির নামেই। শহরের প্রবীণ ব্যক্তি ও শিক্ষকরা জানান, ১৯৪০ খ্রিষ্টাব্দে স্টিমারযোগে ঢাকা হয়ে খুলনা যাচ্ছিলেন কবিগুরু। ঝালকাঠি স্টিমারঘাটে যাত্রাপথে বিরতি করেন। এসময় শহরের শিক্ষানুরাগী ব্যক্তিরা কবির কাছে স্কুল প্রতিষ্ঠার কথা বলে নামকরণ করার অনুরোধ জানান। কবি তখন উদ্বোধন নামেই স্কুলটির নামকরণ করেন। আর সেই থেকেই কবির দেয়া নামেই স্কুলের নাম উদ্বোধন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ দৈনিক আমাদের বার্তাকে জানান, কবির নামকরণ করা এ বিদ্যাপীঠে লেখাপড়া করে গর্ববোধ করেন ছাত্রছাত্রীরা। কবির আদর্শ ও সাহিত্য শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বিদ্যালয়টির শিক্ষকরাও নিরলসভাবে কাজ করছেন। প্রতিবছর উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারছেন। কবিগুরুর স্মৃতি ধারণ করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে শিক্ষকরা নিজেদের নিবেদিত রাখছেন।
এই স্কুলে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে মোট ১২শ’ শিক্ষার্থী লেখাপড়া করছেন। রয়েছে ভোকেশনাল শাখা।